Thursday, September 19, 2013

Loreal Paris Vive Pro Smooth Intense শ্যাম্পু--- রিভিউ

শ্যাম্পু ছাড়া জীবন~ অকল্পনীয়! সপ্তাহে ২/৩ বার শ্যাম্পু করেন না এমন মানুষ এর সংখ্যা মেলা ভার। আর সুন্দর, স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য কোন শ্যাম্পুটি বেছে নিব এই নিয়ে চিন্তার অন্ত নেই আমাদের। আমি আজকাল যে শ্যাম্পুটি ব্যবহার করছি, ভাবলাম তাই নিয়ে আমার এক্সপেরিয়েন্স সকলের সাথে শেয়ার করি।

আমি শ্যাম্পু করার আগে সবসময়ই চুলে তেল দিয়ে থাকি। আর সাধারনত দুবার শ্যাম্পু দিয়ে না ধুলে চুলের তৈলাক্ততা যেতেই চায়না। যারা আমার রিভিউ পড়ছেন, জানেন যে আমার ত্বক খুবই তৈলাক্ত। মাথার চামড়াও তার ব্যতিক্রম নয়!

লরিয়েল প্যারিস ভাইভ প্রো এর স্মুথ ইন্টেনস শ্যাম্পুটি আমি এখন পর্যন্ত দুদিন ব্যবহার করেছি। প্রথম দিনেই আমি অবাক এবং খুশি কারন, আশা করিনি এটা এতটা ভালো কাজ করবে। একটু বেশি তরল, অনেকটা তেলের মত কন্সিস্টেন্সি কিন্তু ফেনা হয় প্রচুর।
পরিমিত পরিমানে নিয়ে একবার ধুলেই চুল বেশ তেল মুক্ত সুন্দর হয়, তবে ইচ্ছে অনুযায়ী দ্বিতীয়বার ব্যবহার করতে পারেন। এই শ্যাম্পুটি বিশেষভাবে যাদের চুল বেশ ঘন, তাদের জন্য তৈরী।

শ্যাম্পু দিয়ে চুল ধোবার পর কন্ডিশনারের ব্যবহার অপরিহার্য। চুলকে মসৃণ করতে কন্ডিশনারের জুড়ি নেই। তবে এই শ্যাম্পুটির যে গুণটি লক্ষনীয় তা হল, এটি চুল কে যথেষ্ট মসৃণ করে। চুল ধোবার পর মনে হবে কন্ডিশনার না ব্যবহার করলেও চলে!!!! :D

চুল পড়া রোধে শ্যাম্পুটি কেমন কাজ করবে, বলতে পারছিনা। কারন মাত্র দুই দিনের এক্সপেরিয়েন্স, আর ও দেখতে হবে। পরে আপডেট করে দেব, যদি কোন ফল পাই! :)

যদি আপনার চুল হয়ে থাকে অনেক বেশি ঘন, অমসৃন তবে সফট সুন্দর চুলের জন্য এই শ্যাম্পুটি একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করি আমার মত আপনারাও নিরাশ হবেন না।

শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারে  সতর্কতা আবশ্যক, চুলের গোড়ায় যেন কন্ডিশনার না লাগে।আমি এই শ্যাম্পুটি গিফট পেয়েছিলাম, আমার এক আত্মীয়ের কাছ থেকে। যেহেতু গিফট, তাই দাম জানাতে পারছিনা বলে দুঃখিত! তবে যেকোন ধরনের শ্যাম্পু এবং কন্ডিশনার কিনতে আপনি যোগাযোগ করতে পারেন ASTERIA তে!

বাংলাদেশের নিজস্ব কোন ব্র্যান্ড থাকলে আমি সবসময়ই দেশি পন্য কেনার প্রতি আগ্রহী। কিন্তু যেহেতু শ্যাম্পু তৈরীকারী দেশী ব্র্যান্ড হাতে গোনা, এবং আমরা সবাই বিদেশী ব্র্যান্ড এর শ্যাম্পুই কিনে থাকি, তাই আমি রিকমেন্ড করব এমন বিশ্বস্ত কারো কাছ থেকে কিনতে যারা সরাসরি বিদেশ থেকে আসল শ্যাম্পু/কন্ডিশনারটি ই আমদানী করে। কারন ঢাকার বাজার এখন অনেক বেশি নকল এবং লো কোয়ালিটির জিনিসে পরিপুর্ন! আমাদের ত্বক, চুল অনেক বেশি মুল্যবান। তাই দামের চেয়ে কোয়ালিটি কেই বেশি প্রাধান্য দেয়া উচিত বলে আমি মনে করি!

ধন্যবাদ, ধৈর্য সহকারে আমার লেখাটি পড়ার জন্য! :)