Friday, September 13, 2013

সুপারড্রাগ স্কীন ব্রাইটেনিং ক্লে মাস্ক--- রিভিউ


আসসালামু আলাইকুম। ফ্রীল্যান্সার হিসেবে আজ পর্যন্ত অনেক প্রোডাক্ট রিভিউ লিখেছি, কিন্তু নিজের ব্লগ পেইজের জন্য নিজের লেখা রিভিউ এটিই প্রথম। শুরুতেই বলে নিচ্ছি, এই পোষ্ট এর ছবিগুলো খুব হাই কোয়ালিটি না......কিন্তু আমি ধীরে ধীরে আরো ভাল রেজলুশ্যনের ছবি দেয়ার চেষ্টা করব।
আজকের রিভিউটি লেখা হয়েছে, “সুপারড্রাগ স্কীন ব্রাইটেনিং ক্লে মাস্ক” নিয়ে। বলে নেয়া আবশ্যক, এই মাস্ক আপনাকে ফর্সা করবে না। পৃথিবীর কোন কিছুই স্বাভাবিক এবং স্বাস্থ্যকর উপায়ে আপনার কাল/শ্যামলা চামড়াকে ফর্সা করবে না। তবে, প্রতিদিনের জমে যাওয়া দূষণ বা রোদে পোড়া কালোভাব দূর করে কিছুটা উজ্জ্বল করতে পারে। একজন সচেতন মানুষ হিসেবে রং ফর্সাকারী আর্টিফিসিয়াল ক্যামিকেল কোন কিছুকেই আমি পছন্দ করি না।
সুপারড্রাগ ইংল্যান্ড এর একটি বেশ জনপ্রিয় শপ যাদের নিজস্ব ব্র্যান্ড এর অনেক কিছুই দুনিয়াজোড়া খ্যাত। আর তাদের ফেস মাস্ক এর রিভিউ আপনি ইন্টারনেট এ হাজারে হাজারে পাবেন!
আমার ত্বক পৃথিবীর সবচেয়ে খারাপ ্ত্বকের একটি। এতটাই তৈলাক্ত যে, তেলের জন্য আমার মুখেও আন্তর্জাতিক হামলা হওয়া অসম্ভব নয় :-P একনি হয় প্রচুর, আর এতটাই সেন্সিটিভ যে, একমাত্র জনসন বেবী ক্রীম ছাড়া খুব কম জিনিস ই আমি ব্যবহার করতে পারি। তাই মনে করি, যে জিনিস আমার ত্বক এ মানিয়ে যায়, আপনি নিশ্চিন্তে তা ব্যবহার করতে পারবেন।
ফ্রন্ট সাইড
ব্যাক সাইড
ফ্রন্ট সাইড এ লেখা আছে এটি নরমাল-শুষ্ক ত্বক এর জন্য প্রযোজ্য। কিন্তু আমি আমার তৈলাক্ত ত্বকেও ভালো ফল পেয়েছি।
এই মাস্কটি ক্রীমের মতই, মুখে লাগিয়ে কিছুটা সময় ম্যাসাজ করুন। পানি অথবা অন্য কোন কিছুই মিশাতে হয়না। ১৫ মিনিট পরেই খুব সহজেই গরম অথবা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলা যায়।
রাতে ঘুমানোর আগে আমি যদি ১৫ মিনিট এই মাস্ক রেখে ধুয়ে ফেলি, পরদিন সকালে মুখে তৈলাক্ততা আমার কাছে অনেক কম মনে হয়। ধোবার পর মুখ বেশ পরিস্কার ও হালকা মনে হয়। কোন প্রকার নেগেটিভ রিএকশন হয়না। তবে মুখে দেবার পর খুবই হালকা গরম/জ্বলুনি ভাব হতে পারে।
শুকানোর আগে।


১৫ মিনিট পর
আমি যে পরিমানে মুখে দিয়েছি, তাতে এক প্যাকেট ৩/৪ বার দেয়া যাবে। আপনার ইচ্ছে মত থিক/থিন লেয়ার এ দিতে পারেন।
মাস্ক লাগানোর আগে।


মাস্ক ধুয়ে ফেলার পর।
পাঠক, পার্থক্য আপনারা নিজ চোখেই দেখছেন। অবশ্যই আমি অন্য কোন প্রোডাক্ট ব্যবহার করিনি পরের ছবিতে এবং সম্পূর্ণ এডিটিং ছাড়া দেয়া হয়েছে ছবিটি। :D

এই ক্লে মাস্কটি আপনি পেতে পারেন ১৮০ টাকায়। ভিজিট করুন এস্টেরিয়া পেজটি।

[এস্টেরিয়া পেজ ওনার হিসেবে আমরা প্রতিদিন অনেক প্রশ্ন পাই কোন প্রোডাক্ট ভাল বা কোনটা কেমন হবে এ বিষয়ে। যেহেতু আমরা সব ধরনের প্রোডাক্টই আনি এবং অবশ্যই কারো একার পক্ষে সব ব্যবহার করে শেষ করা সম্ভব নয় তাই নিজেদের পার্সোনাল এক্সপেরিয়েন্স সব কিছুতে বলা যায়না। কোন প্রোডাক্ট বিক্রির উদ্দেশ্যে আমরা সব কিছুকেই ভাল-ও বলিনা। এবং একারণেই এখন থেকে আমাদের নিজেদের ব্যবহৃত প্রোডাক্ট নিয়ে আমরা রিভিউ দেয়ার চেষ্টা করব, আশা করি কেনার সময় এতে আপনাদের বিবেচনা করতে সুবিধা হবে :-) আপনাদের যে কোন প্রশ্ন অবশ্যই আমাদেরকে করতে পারেন এবং আমরা বিভিন্ন ব্লগ থেকে রিভিউ পড়ে আপনাদের জানানোর চেষ্টা করব। এছাড়া নিজেদের ব্যবহারের পর মতামত শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন আপনার যদি এই প্রোডাক্টটি নিয়ে অভিজ্ঞতা থেকে থাকে, এতে আমরা বিভিন্ন রকম মতামত পেতে পারি। দেশে এখন অনেক ভাল বিউটি ব্লগার আছেন (thanks to god) যাঁদের কাছ থেকেও আপনারা প্রোডাক্ট সম্পর্কে খুব ভাল ধারণা পেতে পারেন। আশা করি এস্টেরিয়ার সাথেই থাকবেন।]