Witch Hazel চামড়ায় ব্যাবহারের একটি লিকুইড প্রিপারেশন, যা অনেক অনেক আগে থেকে প্রচলিত আছে। হ্যমমেলিস গাছের পাতা ও বাকল এর নির্যাস থেকে তৈরী, দেখতে একদম পরিস্কার পানির মত তরল পদার্থ। প্রথম দেখায় আপনিও পানি বলে ভুল করে বসতে পারেন।
ইউকে'র বিখ্যাত "বুটস" ব্র্যান্ড এর নিজস্ব Witch Hazel বাজারে খুব সহজলভ্য। কাচের বোতলে পাওয়া যায়, ২০০ মিলি লিটার এর লিকুইড প্রিপারেশন যার একটি কড়া গন্ধ ও আছে। ছোট খাট অনেক চোট এবং চামড়ার অনেক সমস্যার খুব ভালো এবং দ্রুত সমাধান করে বিধায় সবার কাছেই এটি ব্যাপক সমাদৃত।
আমাদের দেশে, ত্বকে রোদে পোড়া ভাব নেই এমন মানুষ খুজে পাওয়া ভার। ছোট খাট রোদে পোড়া ভাব, রোদে পুড়ে লালচে ভাব, জ্বলুনি এগুলো দূর করতে এই Witch Hazel এর কোন জুড়ি নেই। দিনে বেশ কয়েকবার, যত বার মনে পড়ে তত বার রোদে পোড়া স্থানে লাগিয়ে রাখুন। খুব অল্প সময়ে এটি জ্বলুনি দূর করবে। লালচে ভাব হালকা করবে অবিশ্বাস্য দ্রুততায়।
চামড়ায় ছোট করে কেটে যাওয়া, আচড় লাগা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার, তাই না? Witch Hazel লাগিয়ে দেখতে পারেন। ক্ষতস্থান কে পরিস্কার, জীবানুমুক্ত রেখে দ্রুত আরোগ্য দান করবে।
ইংরেজী শব্দ Bruise বা বাংলায় বলে থেতলে যাওয়া। এধরনের চোট বা ক্ষততে Witch Hazel সবচে উৎকৃষ্ট ভাবে কাজ করে। একটি গজ ভিজিয়ে নিন Witch Hazel দিয়ে, তারপর ব্যান্ডেজ এর মত করে বেধে রাখুন ক্ষতস্থান। মাঝে মাঝেই গজটি ভিজিয়ে নিন। খুব তাড়াতাড়ি আপনি ব্যাথা এবং লালচে ভাব থেকে মুক্তি পাবেন।
ত্বকের পরিচর্যা তো সবচে ইম্পর্টেন্ট, তাইনা? Witch Hazel এর কি এখানে কোন ভুমিকা নেই? তা কি হতে পারে? খুব সহজে যদি আপনি মুখের Open/Large Pores ছোট করতে চান, সংখ্যায় কমিয়ে আনতে চান, তাহলে Witch Hazel মুখে লাগান, আর আরাম করুন। কোন রকম যক্কি ঝামেলা ছাড়াই কাজ হয়ে যাবে। এছাড়া Skin Toner/Facial Toner কিনতে আমরা কতই না খরচ করি। Witch Hazel আপনার অনেক গুলো চাহিদার একমাত্র সমাধান হিসেবে কাজ করবে।
ভাবছেন কোন ধরনের পার্শ্বপতিক্রিয়ার কথা? এটা তো Natural Product, অন্তত ক্যামিকেল দিয়ে বানানো Skin Care Products এর থেকে তো নিরাপদ! তবু কারো কারো ক্ষেত্রে র্যাশ, এলার্জি করতে পারে। তাই ব্যাবহারের পুর্বে একবার পরীক্ষা করে নেয়া ভালো। মনে রাখবেন, Witch Hazel কিন্তু খাবার জন্য নয়! শুধু মাত্রই চামড়ায় ব্যাবহার্য।
বাচ্চাদের নাগালের বাইরে রাখুন। আলো ও তাপ থেকে দূরে রাখুন।
কোথায় পাবেনঃ অর্ডার করতে ইনবক্স করুন ASTERIA তে।
দামঃ ২০০ মিলি লিটার কাচের বোতল ৭৫০ টাকা।