Monday, June 29, 2015

"Nivea Night White Firming Body Serum" user review

(যারা ডিটেইলস পড়তে চান না তাদের জন্য~~ Nivea Night White Firming Body Serum আমার হাতে পায়ের রোদে পোড়া ভাব কমিয়েছে আর স্কিন ও smooth করেছে। আমি ব্যাবহার করে Satisfied. You can place order through ASTERIA. )

কোথাও বেড়াতে গেলে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় "সানবার্ন"। সমুদ্রের ধারে কাছে গেলে তো শেডেড স্কিন নিয়ে ফেরত আসতে হয়। আমার আবার সমুদ্র ভাল লাগে, সানস্ক্রিন ভাল লাগেনা। কম্বিনেশন টা খুবই ক্ষতিকর, বুঝাই যায় :P
মালয়শিয়া পড়তে এসে প্রথম বেড়াতে যাই মালাকা, সাগরপাড় অবশ্যই। দিনভর ঘুরে ঘুরে লাভের লাভ যা হল, পায়ে স্পষ্ট দুই শেড এর চামড়া :O স্যান্ডেলের ফিতার নিচে সাদা, বাকিটা পুড়ে কয়লা। সানস্ক্রিন ব্যাবহার করিনা, স্কিন কেয়ারের কিছুই করিনা, তার উপর থাকি হোস্টেল এ। রোদে পোড়া দুই শেড এর পা নিয়ে সুখে শান্তিতে ২ মাস পার করেছি :P  কোন উন্নতি হয়নি।

২ মাস পর এমনিতেই ঘুরতে ঘুরতে একদিন কিনে ফেললাম Nivea Night White Firming body Serum. ভাবলাম, কেয়ার যখন এমনিতে নেইনা/নিতে পারিনা, একটা প্রোডাক্ট ব্যাবহার করেই দেখি, ক্ষতি কি? Vitamin E & C added, suitable for all skin types.

আজ একমাস পর রিভিউ লিখতে বসলাম। Smoothing একটা ফিলিং হয় দেবার পর। আসলেই আমার পায়ের রোদা পোড়া ভাব অনেক কমে গিয়েছে। অবশ্যই বলবনা একদম চলে গিয়েছে, তবে ২ মাস এ যেটা এক বিন্দু ও পরিবর্তন হয়নি, ১ মাস এ সেটা চোখে পড়ার মত উন্নত হয়েছে। আর কি চাই? কক্সবাজার/সেইন্টমার্টিন ঘুরে এর আগে হাতে ৩ শেড এর চামড়া বানিয়েছিলাম, এখন সেটা কমে দুই শেড এ নেমেছে । :D ;)

প্রোডাক্ট টা ব্যাবহার করে স্যাটিসফেকশন আসবে তা গ্যারান্টেড।



The result. No editing, no filter


Nivea Night White firming Body Serum (Q10 & Vitamin E & C added) for all skin types. 200ml.
Products of Nivea Germany. Made in Thiland (আশা করি আপনারা এখন অনেকেই জানেন, ইউএস/ইউকের বেশরভাগ ব্রান্ড ই তাদের প্রোডাকশন করে চায়না/থাইল্যান্ড এ)
দাম : ১০০০ টাকা।
পাবেন ASTERIA তে। প্রি অর্ডার করতে হবে।

ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। :D

(Written by Dr Metee)