লাল লেখাগুলো অবশ্যই পড়ে, বুঝে এবং মেনে নিতে রাজি থাকলে শুধুমাত্র অর্ডার প্লেস করবেন। না পড়ে কোন অবস্থাতেই অর্ডার প্লেস করবেন না কেননা আমরা পরবর্তীতে এর দায়িত্ব বহন করব না।
** 'মিনিমাম' ২ মাস ডেলিভারী টাইম, এর চেয়ে দেরীও হতে পারে।
** সবকিছু দেখে কেনার পরেও জাস্ট কাস্টমসে বা লম্বা ট্রান্সিশনের রাস্তায় আইটেম হারিয়ে যায় অনেক সময়। হতে পারে, ২ মাস অপেক্ষা করার পরেও আইটেম আসল না বা ১-২ টা মিসিং হল। এক্ষেত্রে আমাদের হাতে করণীয় কিছু নেই কেননা আমরাও ঘরে বসে অর্ডার দেই, এবং হাতে আসার আগ পর্যন্ত ঠিক ততটুকুই দেখতে বা জানতে পারি যতটুকু আপনি জানতে পারেন। এটা লাকের উপর ডিপেন্ড করে। এডভান্স করার ৯০ দিন পরেও আইটেম না আসলে আপনি এডভান্সের টাকা ফেরত পাবেন আমাদের কাছ থেকে।
** আমরা এখানে শুধু মাত্র ক্যারিয়ার হিসেবে কাজ করি। আপনি যে লিংক দেবেন এক্সাক্ট সেই সেলারের সেই আইটেমই আপনাকে আমরা এনে দেব, proof of receipt ও দিব চাইলে।
** ডেলিভারী আসার পর, আইটেম লিংকে দেয়া বর্ণনার সাথে না মিললে কোন অবস্থাতেই এর দায়িত্ব আমরা নেব না :) আপনার দেয়া লিংক থেকে যে আইটেম আসবে সেই আইটেমই আপনাকে ডেলিভার করা হবে।
** সবকিছুর জন্য আমাদের ফ্ল্যাট রেট ১৩০ টাকা/ডলার
** জুয়েলারীর জন্য 'একই সেলার' এর কাছ থেকে মিনিমাম ১০ ডলারের অর্ডার করতে হবে।
** মিনিমাম ২ ডলারের নীচের কোন আইটেম অর্ডার নেয়া হবে না
** অবশ্যই লিংকের ফীডব্যাক দেখে অর্ডার করতে হবে। কোন ফীডব্যাক না থাকলে কোন লিংকের অর্ডার নেয়া হবে না।
কিভাবে আইটেম সিলেক্ট করবেন জানতে চাইলে পড়তে থাকুন :)
১)
** বেশি পড়তে না চাইলে ঝটপট ৪ নাম্বার পয়েন্টটা দেখে নিন ****
প্রথমেই JOIN বাটনে ক্লিক করে www.aliexpress.com এ নিজের একাউন্ট করে নিন। এটা বাধ্যতামূলক না। কিন্তু নিজের একাউন্ট থাকলে কোন কোন আইটেম আপনি পছন্দ করলেন তা লিস্টে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনার দেখতে সুবিধা হবে। শুধু মনে রাখবেন, আপনার করা কার্ট বা লিস্ট কেবল আপনিই দেখতে পারবেন। টোটাল কার্টের লিংক যদি অন্য কাউকে দেন তো সে দেখতে পাবেনা কিন্তু :P কি কি আইটেম চাচ্ছেন তা অন্য কাউকে বোঝাতে হলে আলাদা আলাদা আইটেমের লিংক ই দিতে হবে।
২)
এবার বুঝে নিন এটা কি ধরণের ওয়েবসাইট। খুব সহজভাবে ব্যাখা করি। কিছু ওয়েবসাইট (যেমন সুপারড্রাগ বা ড্রাগস্টোর) থাকে যারা ধরুন আলমাস/প্রিয়/আগোরা সুপারশপের মত। তারা বিভিন্ন ব্র্যান্ডের ডিলারশীপ নেয়, নিজেরা আইটেম যাচাই বাছাই করে এবং কোয়ালিটি নিশ্চিত করা তাদের নিজেদের কাজ। আলিএক্সপ্রেস বা ইবে কিন্তু এসব সাইটের মত না। আলিএক্সপ্রেসকে তুলনা করতে পারেন নিউমার্কেট বা গাউসিয়ার সাথে। এখানে হাজার সেলার নিজস্ব ভার্চুয়াল দোকান নিয়ে থাকে। কোন আইটেমের কোয়ালিটি খারাপ হবে না ভাল হবে তা একেবারেই সেলারের উপর নির্ভর করে, quality control কিন্তু এখানে site authority এর কাজ না। ভাল কোয়ালিটির জিনিস পাবেন কিনা তা বোঝার জন্য বেশ কিছু ব্যাপার চেক করতে হয়, নীচে আসছি সে ব্যাপারে।
৩)
প্রথম কাজঃ কি কিনবেন? ধরুন এক জোড়া জুতা কিনবেন। হয়ত আরো স্পেসিফিকালি লাল জুতা খুঁজছেন। সার্চবারে Red shoes বা red women shoes লিখে সার্চ দিন।
এরকম কোটি কোটি অপশন চলে আসবে। যেটা ভাল লাগে লিংকের ভেতরে ঢুকে যান।
৪)
নীচের ছবিটা ভালভাবে দেখুন। এখানকার প্রতিটা জিনিস ইম্পর্ট্যান্ট, এবং এগুলো দিয়েই মেইনলি বুঝতে পারবেন ভাল জিনিস পাচ্ছেন না হাতে পাবার পর মন-মেজাজ খারাপ করতে হবে?
৫)
স্ক্রল ডাউন করে আরেকটু নীচে গেলে আপনি সেলারের দেয়া detailed description পাবেন। মোটা পাতলা না চওড়া, ম্যাটেরিয়াল কি, ওজন কি ইত্যাদি যা যা ইনফরমেশন সেলারের পক্ষে দেয়া সম্ভব দিয়ে দেয়। এর বাইরে কোন ইনফরমেশন জানতে চাইলে সেলার ফীডব্যাকের নীচে সেলারকে মেইল করার অপশন আছে, সেখানে জিজ্ঞেস করতে হবে :)