Tuesday, December 15, 2015

Hada Labo SHA Gokujyon Hydrating Lotion (light) - 170 ml (User review)

Spoiler: Its amazing! Must buy, must try, must have
Its a Japanese product manufactured by Rohto Menthlatum that I found out about on Korean skincare blogs stting here in Bangladesh and ordered from Malaysia. It says lotion but in Japan that means toner that goes on after face wash but before moisturizer. Confused yet?
Don't worry, it's a very simple no nonsense product and while it does not have many flashy claims such as whitening, brightening and tightening it does one essential thing for your skin and does it very well, that is HYDRATE!
I started using it from 26th Nov and my skin was in desperate need of it since the weather had started changing and becoming drier around then. I had these scaly flaky patches around my nose and cheeks and my regular moisturizer just wasn't cutting it. Putting on the HL hydrating lotion was like a jug of water for my parched dull, flaky skin. The next day flakes were gone after using it twice and my face felt genuinely soft and hydrated and just comfortable. I use it right before my moisturizer and you only need a few drops to cover your face adequately so I think one bottle will last me a while .
But bear in mind, this not a moisturizer substitute/alternative. You will still need to apply your regular moisturizer to seal it all in. Think of it as a moisturizer booster.
I got the light version which is marketed for combo/oily skin but my skin is mostly normal leaning dry. The rich/original version wasn't available wen I got it so ill definitely try out the rich/original version once im done with this bottle.
Oily/acne prone skin people don't be afraid of this. Its watery and light weight texture, and minimal ingredients should not irritate your skin. It is a must try in my opinion for all skin types and all ages.
Please Google or feel free to ask me to learn more about this as it is a must have staple for me now.
P.s. : I purchased this product with my own money and all opinions are honest and my own. As with all skincare products, your millage may vary and buy at your own discretion after doing thorough research.
Writer: Najeeba Nawar

** Can be ordered through ASTERIA. Price: 1800 Taka. 

Thursday, November 12, 2015

Review: L'oreal Elvive Extraordinary Oil


I have used different types of oils in my life.From home made coconut oil to normal oils from store, castor oil, almond oil, olive oil and even home made oil mixed with various products but I was never really satisfied.

I'm never a fan of hair oil because of the sticky feeling or the horrible smell and ofcourse the oiliness.

I badly needed hair oil so got this but didn't know this was AN AWARD WINNING oil. This is the first hair oil that I ever came across which is not greasy or oily at all.

This is actually a 3in1 oil type of oil.
Can be used before shampoo.
On wet hair.
On dry hair for styling and shine.

I personally use it before 1-2hrs of applying shampoo. Usually after using other oils the grease or oiliness and the smell never goes away after 1st wash and some oil makes hair a bit rough too but this oil is a gem. After first wash the oiliness disappered making my hair supppppper soft, I just couldn't stop touching my hair.This oil repairs damaged hair and makes it really healty. Even you can keep this over night without the tension of oiliness.

This oil is a must have for everyone and also I would recommend this oil to the oily skin people or anybody who hates oil.

Must try product ❤️
Price: 1000 Taka
Available only at Asteria.

Review written by Turin.

Monday, June 29, 2015

"Nivea Night White Firming Body Serum" user review

(যারা ডিটেইলস পড়তে চান না তাদের জন্য~~ Nivea Night White Firming Body Serum আমার হাতে পায়ের রোদে পোড়া ভাব কমিয়েছে আর স্কিন ও smooth করেছে। আমি ব্যাবহার করে Satisfied. You can place order through ASTERIA. )

কোথাও বেড়াতে গেলে সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় "সানবার্ন"। সমুদ্রের ধারে কাছে গেলে তো শেডেড স্কিন নিয়ে ফেরত আসতে হয়। আমার আবার সমুদ্র ভাল লাগে, সানস্ক্রিন ভাল লাগেনা। কম্বিনেশন টা খুবই ক্ষতিকর, বুঝাই যায় :P
মালয়শিয়া পড়তে এসে প্রথম বেড়াতে যাই মালাকা, সাগরপাড় অবশ্যই। দিনভর ঘুরে ঘুরে লাভের লাভ যা হল, পায়ে স্পষ্ট দুই শেড এর চামড়া :O স্যান্ডেলের ফিতার নিচে সাদা, বাকিটা পুড়ে কয়লা। সানস্ক্রিন ব্যাবহার করিনা, স্কিন কেয়ারের কিছুই করিনা, তার উপর থাকি হোস্টেল এ। রোদে পোড়া দুই শেড এর পা নিয়ে সুখে শান্তিতে ২ মাস পার করেছি :P  কোন উন্নতি হয়নি।

২ মাস পর এমনিতেই ঘুরতে ঘুরতে একদিন কিনে ফেললাম Nivea Night White Firming body Serum. ভাবলাম, কেয়ার যখন এমনিতে নেইনা/নিতে পারিনা, একটা প্রোডাক্ট ব্যাবহার করেই দেখি, ক্ষতি কি? Vitamin E & C added, suitable for all skin types.

আজ একমাস পর রিভিউ লিখতে বসলাম। Smoothing একটা ফিলিং হয় দেবার পর। আসলেই আমার পায়ের রোদা পোড়া ভাব অনেক কমে গিয়েছে। অবশ্যই বলবনা একদম চলে গিয়েছে, তবে ২ মাস এ যেটা এক বিন্দু ও পরিবর্তন হয়নি, ১ মাস এ সেটা চোখে পড়ার মত উন্নত হয়েছে। আর কি চাই? কক্সবাজার/সেইন্টমার্টিন ঘুরে এর আগে হাতে ৩ শেড এর চামড়া বানিয়েছিলাম, এখন সেটা কমে দুই শেড এ নেমেছে । :D ;)

প্রোডাক্ট টা ব্যাবহার করে স্যাটিসফেকশন আসবে তা গ্যারান্টেড।



The result. No editing, no filter


Nivea Night White firming Body Serum (Q10 & Vitamin E & C added) for all skin types. 200ml.
Products of Nivea Germany. Made in Thiland (আশা করি আপনারা এখন অনেকেই জানেন, ইউএস/ইউকের বেশরভাগ ব্রান্ড ই তাদের প্রোডাকশন করে চায়না/থাইল্যান্ড এ)
দাম : ১০০০ টাকা।
পাবেন ASTERIA তে। প্রি অর্ডার করতে হবে।

ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। :D

(Written by Dr Metee)


Tuesday, February 24, 2015

Aliexpress shopping guide part 1

লাল লেখাগুলো অবশ্যই পড়ে, বুঝে এবং মেনে নিতে রাজি থাকলে শুধুমাত্র অর্ডার প্লেস করবেন। না পড়ে কোন অবস্থাতেই অর্ডার প্লেস করবেন না কেননা আমরা পরবর্তীতে এর দায়িত্ব বহন করব না।

 

** 'মিনিমাম' ২ মাস ডেলিভারী টাইম, এর চেয়ে দেরীও হতে পারে।  

 

** সবকিছু দেখে কেনার পরেও জাস্ট কাস্টমসে বা লম্বা ট্রান্সিশনের রাস্তায় আইটেম হারিয়ে যায় অনেক সময়। হতে পারে, ২ মাস অপেক্ষা করার পরেও আইটেম আসল না বা ১-২ টা মিসিং হল। এক্ষেত্রে আমাদের হাতে করণীয় কিছু নেই কেননা আমরাও ঘরে বসে অর্ডার দেই, এবং হাতে আসার আগ পর্যন্ত ঠিক ততটুকুই দেখতে বা জানতে পারি যতটুকু আপনি জানতে পারেন। এটা লাকের উপর ডিপেন্ড করে। এডভান্স করার ৯০ দিন পরেও আইটেম না আসলে আপনি এডভান্সের টাকা ফেরত পাবেন আমাদের কাছ থেকে। 

 

 ** আমরা এখানে শুধু মাত্র ক্যারিয়ার হিসেবে কাজ করি। আপনি যে লিংক দেবেন এক্সাক্ট সেই সেলারের সেই আইটেমই আপনাকে আমরা এনে দেব, proof of receipt ও দিব চাইলে। 



** ডেলিভারী আসার পর, আইটেম লিংকে দেয়া বর্ণনার সাথে না মিললে কোন অবস্থাতেই এর দায়িত্ব আমরা নেব না :) আপনার দেয়া লিংক থেকে যে আইটেম আসবে সেই আইটেমই আপনাকে ডেলিভার করা হবে। 


** সবকিছুর জন্য আমাদের ফ্ল্যাট রেট ১৩০ টাকা/ডলার 


** জুয়েলারীর জন্য 'একই সেলার' এর কাছ থেকে মিনিমাম ১০ ডলারের অর্ডার করতে হবে।


** মিনিমাম ২ ডলারের নীচের কোন আইটেম অর্ডার নেয়া হবে না

** অবশ্যই লিংকের ফীডব্যাক দেখে অর্ডার  করতে হবে। কোন ফীডব্যাক না থাকলে কোন লিংকের অর্ডার নেয়া হবে না।





কিভাবে আইটেম সিলেক্ট করবেন জানতে চাইলে পড়তে থাকুন :)




 ১)

** বেশি পড়তে না চাইলে ঝটপট ৪ নাম্বার পয়েন্টটা দেখে নিন ****

প্রথমেই JOIN বাটনে ক্লিক করে www.aliexpress.com এ নিজের একাউন্ট করে নিন। এটা বাধ্যতামূলক না। কিন্তু নিজের একাউন্ট থাকলে কোন কোন আইটেম আপনি পছন্দ করলেন তা লিস্টে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনার দেখতে সুবিধা হবে। শুধু মনে রাখবেন, আপনার করা কার্ট বা লিস্ট কেবল আপনিই দেখতে পারবেন। টোটাল কার্টের লিংক যদি অন্য কাউকে দেন তো সে দেখতে পাবেনা কিন্তু :P কি কি আইটেম চাচ্ছেন তা অন্য কাউকে বোঝাতে হলে আলাদা আলাদা আইটেমের লিংক ই দিতে হবে।  

২) 

এবার বুঝে নিন এটা কি ধরণের ওয়েবসাইট। খুব সহজভাবে ব্যাখা করি। কিছু ওয়েবসাইট (যেমন সুপারড্রাগ বা ড্রাগস্টোর) থাকে যারা ধরুন আলমাস/প্রিয়/আগোরা সুপারশপের মত। তারা বিভিন্ন ব্র্যান্ডের ডিলারশীপ নেয়, নিজেরা আইটেম যাচাই বাছাই করে এবং কোয়ালিটি নিশ্চিত করা তাদের নিজেদের কাজ। আলিএক্সপ্রেস বা ইবে কিন্তু এসব সাইটের মত না। আলিএক্সপ্রেসকে তুলনা করতে পারেন নিউমার্কেট বা গাউসিয়ার সাথে। এখানে হাজার সেলার নিজস্ব ভার্চুয়াল দোকান নিয়ে থাকে। কোন আইটেমের কোয়ালিটি খারাপ হবে না ভাল হবে তা একেবারেই সেলারের উপর নির্ভর করে, quality control কিন্তু এখানে site authority এর কাজ না। ভাল কোয়ালিটির জিনিস পাবেন কিনা তা বোঝার জন্য বেশ কিছু ব্যাপার চেক করতে হয়, নীচে আসছি সে ব্যাপারে। 

 ৩)

প্রথম কাজঃ কি কিনবেন? ধরুন এক জোড়া জুতা কিনবেন। হয়ত আরো স্পেসিফিকালি লাল জুতা খুঁজছেন। সার্চবারে Red shoes বা red women shoes লিখে সার্চ দিন। 


 এরকম কোটি কোটি অপশন চলে আসবে। যেটা ভাল লাগে লিংকের ভেতরে ঢুকে যান।


 ৪)

নীচের ছবিটা ভালভাবে দেখুন। এখানকার প্রতিটা জিনিস ইম্পর্ট্যান্ট, এবং এগুলো দিয়েই মেইনলি বুঝতে পারবেন ভাল জিনিস পাচ্ছেন না হাতে পাবার পর মন-মেজাজ খারাপ করতে হবে? 


৫) 

স্ক্রল ডাউন করে আরেকটু নীচে গেলে আপনি সেলারের দেয়া detailed description পাবেন। মোটা পাতলা না চওড়া, ম্যাটেরিয়াল কি, ওজন কি ইত্যাদি যা যা ইনফরমেশন সেলারের পক্ষে দেয়া সম্ভব দিয়ে দেয়। এর বাইরে কোন ইনফরমেশন জানতে চাইলে সেলার ফীডব্যাকের নীচে সেলারকে মেইল করার অপশন আছে, সেখানে জিজ্ঞেস করতে হবে :) 



পছন্দ করুন এবং কেনার জন্য লিংক দিন Asteria তে।