শিয়া বাটার নামটি আজকাল অনেকেই শুনে থাকবেন! স্কিন কেয়ার সম্পর্কিত অনেক সামগ্রী তৈরীতে এটি একটি কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। অন্যান্য বোটানিক উপাদানের সাথে এই বাটার মিশিয়ে বিভিন্ন কসমেটিক সামগ্রীও বানানো হয়ে থাকে। বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড দি বডি শপ' এর শিয়া বাটার বডি বাটার, বডি স্ক্রাব বা লোশন এর চাহিদা কত, এটা বডি শপ এর ক্রেতা মাত্রই জানেন!
তবে আজকের আলোচনা কোন শিয়া বাটার দিয়ে বানানো কসমেটিকস নিয়ে নয়, শিয়া বাটারের নিজের গুনাগুন নিয়ে। প্রিয় পাঠক, আমরা কি জানি, শিয়া বাটার কি? কিভাবে তৈরী হয়? কোথায় পাওয়া যায়?
ভিটেলারিয়া প্যারাডক্সা (দাঁত ভেঙ্গে গেল রীতিমত!!!) নামক আফ্রিকান শিয়া বাদাম গাছই শিয়া বাটারের উৎস।
শিয়া বাটার বিভিন্ন অবস্থায় বিক্রি হয়, তবে আনরিফাইন্ড শিয়া বাটার সবচেয়ে উপকারী এবং আজকের পোস্ট তা নিয়েই।
কীভাবে ব্যবহার করবেনঃ যে কোন স্বাভাবিক ময়েশ্চারাইজারের মতই আপনি এটি ব্যবহার করতে পারেন। অথবা, আপনি ঘরে নিজস্ব উপাদান দিয়ে তৈরী করে নিতে পারেন ময়েশ্চারাইজার। এখানে আপনি চুলের যত্নে কিভাবে শিয়া বাটার ব্যবহার করতে পারেন তার একটি সুন্দর বর্ণনা করেছেন Justifying Shopaholism এর সায়মা আপু :)
কীভাবে সংরক্ষণ করবেনঃ আনরিফাইন্ড শিয়া বাটার সাধারণত কোন ধরণের প্রিজারভেটিভ ছাড়াই ১২-২৪ মাস ভাল থাকে। কিন্তু এর সংরক্ষণের উপায় গুলো জেনে রাখা ভাল।
-আপনার স্বাভাবিক অন্যান্য ময়েশ্চারাইজার বা লোশনের মতই কোন ঠান্ডা, শুষ্ক জায়গায় রাখুন। চাইলে ফ্রিজে রাখতে পারেন তবে তার প্রয়োজন নেই।
-সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গা থেকে দূরে রাখুন।
-শিয়া বাটারে অতিরিক্ত তাপ প্রদান করবেন না এবং এটি থেকে কিছু তৈরী করতে চাইলে বার বার চুলার আগুনে গরম করবেন না।
কোথায় পাবেনঃ আফ্রিকায়। :D বাংলাদেশে পাবেন শুধু মাত্র ASTERIA তে। লিমিটেড কালেকশন।
সাবধানতাঃ স্কিনে যে কোন সামগ্রী ব্যবহারের পূর্বে হাতের কব্জির উপর অল্প একটু লাগিয়ে দেখে নেবেন তা আপনার শরীরে কোন এলার্জি করে কিনা, বিশেষত যদি আপনি সেনসিটিভ স্কিনের অধিকারী হন।
তবে আজকের আলোচনা কোন শিয়া বাটার দিয়ে বানানো কসমেটিকস নিয়ে নয়, শিয়া বাটারের নিজের গুনাগুন নিয়ে। প্রিয় পাঠক, আমরা কি জানি, শিয়া বাটার কি? কিভাবে তৈরী হয়? কোথায় পাওয়া যায়?
ভিটেলারিয়া প্যারাডক্সা (দাঁত ভেঙ্গে গেল রীতিমত!!!) নামক আফ্রিকান শিয়া বাদাম গাছই শিয়া বাটারের উৎস।
শিয়া বাটার বিভিন্ন অবস্থায় বিক্রি হয়, তবে আনরিফাইন্ড শিয়া বাটার সবচেয়ে উপকারী এবং আজকের পোস্ট তা নিয়েই।
~০~।। উপকারিতা ।।~০~
শিয়া বাটার চামাড়ায় খুব সুন্দর ভাবে শোষিত হয়, কোন ধরনের তৈলাক্ত ভাব ছাড়াই। সম্পুর্ন প্রাকৃতিক উপাদান যা আপনার শরীরে কোন ধরনের কেমিক্যাল রিএকশন করবেনা।
শিয়া বাটারের যে গুণগুলো রমনীগন শুনে খুশি হবেন তা হলঃ
১. এটি মুখের বলি রেখা কমায়।
২. যে কোন ক্ষত চিহ্ন হালকা করে।
৩. শরীরের ফাটা দাগ/ গর্ভকালীন পেটের দাগ হালকা করে।
৪. রোদে পোড়া ভাব কমায়।
৫. একজিমা, সোরিয়াসিস নামক চামড়ার রোগেও ভালো কাজ করে।
৬. চুলের যত্নেও এর কার্যকারিতা অবিশ্বাস্য!
৬. চুলের যত্নেও এর কার্যকারিতা অবিশ্বাস্য!
কীভাবে ব্যবহার করবেনঃ যে কোন স্বাভাবিক ময়েশ্চারাইজারের মতই আপনি এটি ব্যবহার করতে পারেন। অথবা, আপনি ঘরে নিজস্ব উপাদান দিয়ে তৈরী করে নিতে পারেন ময়েশ্চারাইজার। এখানে আপনি চুলের যত্নে কিভাবে শিয়া বাটার ব্যবহার করতে পারেন তার একটি সুন্দর বর্ণনা করেছেন Justifying Shopaholism এর সায়মা আপু :)
কীভাবে সংরক্ষণ করবেনঃ আনরিফাইন্ড শিয়া বাটার সাধারণত কোন ধরণের প্রিজারভেটিভ ছাড়াই ১২-২৪ মাস ভাল থাকে। কিন্তু এর সংরক্ষণের উপায় গুলো জেনে রাখা ভাল।
-আপনার স্বাভাবিক অন্যান্য ময়েশ্চারাইজার বা লোশনের মতই কোন ঠান্ডা, শুষ্ক জায়গায় রাখুন। চাইলে ফ্রিজে রাখতে পারেন তবে তার প্রয়োজন নেই।
-সরাসরি সূর্যের আলো পড়ে এমন জায়গা থেকে দূরে রাখুন।
-শিয়া বাটারে অতিরিক্ত তাপ প্রদান করবেন না এবং এটি থেকে কিছু তৈরী করতে চাইলে বার বার চুলার আগুনে গরম করবেন না।
কোথায় পাবেনঃ আফ্রিকায়। :D বাংলাদেশে পাবেন শুধু মাত্র ASTERIA তে। লিমিটেড কালেকশন।
সাবধানতাঃ স্কিনে যে কোন সামগ্রী ব্যবহারের পূর্বে হাতের কব্জির উপর অল্প একটু লাগিয়ে দেখে নেবেন তা আপনার শরীরে কোন এলার্জি করে কিনা, বিশেষত যদি আপনি সেনসিটিভ স্কিনের অধিকারী হন।
দামঃ ২০০ গ্রাম, ৬০০ টাকা।